Header Ads

বেনাপোলে হেরোইন ও কোকেন উদ্ধার



বার্তা জগত ডেস্কঃ 


যশোরের বেনাপোল রেলস্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে দুই কেজি সাতশ’ ৬০ গ্রাম কোকেন ও এক কেজি ছয়শ’ ৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বর্ডার বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।

 রোববার বিকেলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকের চালান উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 এর ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৪টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করে। এসময় ট্রেনের ভেতর পরিত্যক্ত একটি ব্যাগ তল্লাশি করে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.