বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় ঢাকা গাজীপুরের সাবেক মেয়র কীরণ গ্রেপ্তার।
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবী'র মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।
এধরনের পাচারের অপরাধের সাথে যারা জড়িত ও ভিকটিম এর জবানবন্দি অনুযায়ী পাচারকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে এধরনের দেশদ্রোহী অপরাধ অনেকাংশে কমে যাবে বলে এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদকালে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি।তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়। গাজিপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।
Post a Comment