Header Ads

খবর প্রকাশের পর প্রধান শিক্ষকের কড়া নজরদারিতে স্বচ্ছতা ফিরতে শুরু করেছে শার্শা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে।



বেনাপোল থেকে  রাজু আহমেদঃ

সম্প্রতি  দৈনিক বাংলার ভোরে  প্রকাশিত এক  খবরে পরিচ্ছন্ন কর্মীর সাথে স্বজন প্রীতি এবং  ছাত্রীদের দিয়ে বিদ্যালয় পরিচ্ছন্ন করার  অভিযোগের পরিপ্রেক্ষিতে   প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার  কড়া  নজরদারিতে  স্বচ্ছতা ফিরতে শুরু করেছে শার্শা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক  বিদ্যালয়ে। 

বাহাদুরপুর  মাধ্যমিক বিদ্যালয়ে  অনিয়ম, স্বজন প্রীতি ,দুর্নীতি সংক্রান্ত অভিযোগ উঠে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এরপর গত রবিবার ২৭ অক্টোবর   স্থানীয় সমাজকর্মী সহ গুণীজন ও শিক্ষক গণদের নিয়ে বিদ্যালয়ে একটি বৈঠক হয় সেখানে সকল প্রকার সুবিধা অসুবিধা নিয়ে প্রশ্ন ওঠে এবং এর প্রতিকার এর ব্যাপারেও কথা হয়।

বৈঠক শেষে বিদ্যালয়ের  শিক্ষক,পরিচ্ছন্ন কর্মী,নৈশ প্রহরী  সহ সকলকে   তাদের নিজ নিজ দায়িত্ত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম গোলাম রসুল ।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পরিচ্ছন্ন কর্মী একা একটা বিদ্যালয় পরিচ্ছন্ন রাখতে হিম শিম খাচ্ছে।  খুব শিঘ্রই আমরা আরো পরিচ্ছন্ন কর্মী নিব। এছাড়াও তিনি অনিয়ম এর কথা স্বীকার করে  কখনও কেও  কোনপ্রকার অনিয়ম করার সুযোগ পাবে না বলেও জানান তিনি। 

এ ব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, বিষয়টি আমি অবগত। আমি প্রধান শিক্ষক কে শিক্ষার পরিবেশ রক্ষার কঠোর নির্দেশ দিয়েছি। 







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.