Header Ads

শাহীন চাকলাদারকে দুদকে তলব



বার্তা জগত ডেস্কঃ 

 শোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, ছেলে জাবীর চাকলাদার এবং দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসার ঠিকানায় তলবি নোটিস পাঠানো হয়। তাদের ২৯ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়। খবর : দেশ রূপান্তর।

দুদকের উপপরিচালক মো. শফি উল্লাহর সই করা নোটিসে বলা হয়, শাহীন চাকলাদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বক্তব্য শোনা এবং নেওয়া দরকার। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হলো। নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযুক্তদের অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।
দুদকের তথ্যমতে, অভিযোগ অনুসন্ধানকালে শাহীন চাকলাদার ও তার স্ত্রী-সন্তানরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞার আদেশ জারি করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.