Header Ads

শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে চলে ঝাড়ুদারের কাজ: উদ্বেগজনক অবস্থা



বেনাপোল থেকে রাজু আহমেদ: 

সম্প্রতি শার্শার উপজেলার  ৩ নং  বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত  বাহাদুরপুর  মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের     দিয়ে ঝাড়ুদারের কাজ করানোর অভিযোগ উঠেছে। 

বিষয়টি নিয়ে অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, শিক্ষার্থীরা  ক্লাসের টাইমে বিদ্যালয় প্রাঙ্গন ও শ্রেনীকক্ষ  পরিষ্কার করার কাজে নিয়োজিত হচ্ছেন, যা শিক্ষার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে। লজ্জায় বিদ্যালয়ে যেতে অনিহা দেখাচ্ছে অনেকে শিক্ষার্থী ।

অভিভাবকদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের এ ধরনের শ্রমের সঙ্গে যুক্ত করা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা বলছেন, এটি শিক্ষার্থীদের মনোবল এবং পাঠদানে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। স্থানীয় সমাজকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন, শিক্ষার্থীদেরকে তাদের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসা উচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান , গত ৬ অক্টোবর ইউএনও মহোদয় ওই বিদ্যালয় পরিদর্শন করতে আসবে এমন সংবাদ শুনেই তাৎক্ষনিক বিদ্যালয়ের শিক্ষক গণ ক্লাস চলাকালীন সময়ে শ্রেনীকক্ষ থেকে শিক্ষার্থী ডেকে এনে তাদের কে  দিয়ে বিদ্যালয় প্রাঙ্গন,শ্রেনীকক্ষ ও অফিস কক্ষ পরিষ্কার করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। 

এ বিষয়ে  বাহাদুরপুর  মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এইচ এম গোলাম রসুল মুঠোফোনে বলেন, বিষয় টি আমি কিছুদিন আগেও দেখেছি এটার ব্যাপারে আমি পরিচ্ছন্ন কর্মীকে তার কাজের ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এরকম কিছু ঘটবে না বলেও জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  আমিনুর রহমান  কে কল করলে তিনি মুঠোফোনে  কোন তথ্য দিতে রাজি হন না এবং বিদ্যালয়ে গিয়ে  দেখা করতে বলেন। 

জানা যায়, ওই বিদ্যালয়ের  পরিচ্ছন্ন কর্মী  মাসুম সহকারী প্রধান শিক্ষক  আমিনুর রহমানের নিকটাত্মীয় হওয়ায় ভয়ে তার অনিয়মের ব্যাপারে কেও মুখ খুলতে সাহস দেখায় না । 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.