Header Ads

বেনাপোলে একদিনের ব্যাবধানে আড়াইকোটি টাকার স্বর্ণ সহ আটক ১



 বেনাপোল প্রতিনিধিঃ
 একদিনের ব্যবধানে ভারতে পাচারকালে  বেনাপোলে  ২.৩৫০ কেজি ওজনের ২,৩৮.০৫.৫০০ টাকা মুল্যের  ৫টি স্বর্ণের  বার সহ কদম আলী (৩৫) নামে এক যুবক আটক হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল বাজারের কাঁচাবাজারের সামনে থেকে তাকে একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।  আটককৃত কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমান এর ছেলে। 

 যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বাজারে অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ কদম আলীকে আটক করে। 

এসময় তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে  প্যান্টের পকেটে কসটেপ জড়ানো ৫টি স্বর্ণের বার  উদ্ধার করা হয়। যার আনুমনিক বাজার মুল্য ২ কোটি ৩৮ লক্ষ ৫ হাজার ৫শত টাকা মাত্র।  আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.