Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোলে সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক-১



বেনাপোল প্রতিনিধি :

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা (২৬) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডর গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর পুত্র।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি‘র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও স্বর্ণের বার ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা। #



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ