Header Ads

বেনাপোলে সন্দেহভাজন ছাত্রলীগ নেতা আটক



বেনাপোল থেকে রাজু আহমেদ: 

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত যাওয়ার সময় ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাবেক  ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সে ভারতে চিকিৎসার জন্য বেনাপোল হয়ে যাওয়ার জন্য এসেছিল।  বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে বিজিবি জিজ্ঞাসাবাদে তাকে প্রাথমিক সন্দেহবশত আটক করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার বেলা সাড়ে১১ টার সময় তাকে আটক করা হয়।

আটককৃত সজিব হালদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার  বান্দুরা ই্উনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদার এর ছেলে।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, আটককৃত সজিবকে সন্দেহ বশত আটক করা হয়েছে সে কোন নাশকতার সাথে জড়িত কিনা। তার সম্পর্কে যাচাই বাছাই করে দেখার জন্য তাকে বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে যদি সে নির্দোষ হয় তাকে ৪৯ বিজিবির অধিনায়ক এর সাথে আলাপ করে ছেড়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.