Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোলে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন



বেনাপোল (যশোর)প্রতিনিধি :

"মাদক চাইনা খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার" এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বড় আঁচড়া গ্রামবাসী।

শনিবার বিকালে বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়। 

বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এসময় মানববন্ধন ও সমাবেশে 

বড় আঁচড়া গ্রামবাসী সহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পথসভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি পূর্বে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেওয়ার আশ্বাস দেয়।

কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খেলার মাঠ ফিরিয়ে না দেওয়ায় বর্তমান প্রজন্ম খেলাধূলা করতে না পেরে মাদক সহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বেনাপোল বাসী

জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ