অল্পের জন্য ভারতে পাচারের হাত থেকে রক্ষা পেলো মাদ্রাসা ছাএ নুরুজ্জামান
বেনাপোল প্রতিনিধি:
অল্পের জন্য ভারতে পাচারের হাত থেকে রক্ষা পেল যশোরের মনিরামপুরের মাদ্রাসা ছাত্র নুরুজ্জামান(১০)তাকে চিপস খাইয়ে পাচারকারীরা বেনাপোল চেকপোস্টে নিয়ে আসে।
বেনাপোল বন্দরের ট্রাফিক পরিদর্শক নাহিদের বুদ্ধিমত্তায় শিশু নুরুজ্জামান রক্ষা পেলেও লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী চক্র। ঘটনাটি গতকাল রাতে বেনাপোল চেকপোস্ট এলাকায়। উদ্ধারকৃত শিশু নুরুজ্জামানের বাড়ি মনিরাম উপজেলার ঢাকুরিয়া গ্রামে। তার পিতার নাম জিল্লুর রহমান। শিশু নুরুজ্জামান জানান, মনিরামপুর বাজারে ঘুরাঘুরির সময় একলোক তাকে চিপস খেতে দেয়। এরপর আর সে কিছু জানেন না। বেনাপোল নিয়ে এসে তাঁকে প্যাসেজ্ঞার টার্মিনালের বারান্দায় দাঁড় করিয়ে পাচারকারীরা সরে পড়ে।
ট্রাফিক পরিদর্শক নাহিদ হাসান এপিবিএন পরিদর্শক বাদল চীপ সিকিউরিটি অফিসার (পিমা) মনির হোসেন সহ তাকে উদ্ধার করে। পরে তার বাপ মায়ের হাতে তুলে দেওয়া হয়।
রাজু আহমেদ
বেনাপোল,যশোর
Post a Comment