বেনাপোলে ৮০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে যশোর ক্যাম্পের র্যাবের এর একটি আভিযানিক দল বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাহাদুরপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে কেসমত আলী (৩৮) কে আটক করে র্যাব।
এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি মতে, বাগানের ভেতর শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে থেকে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে জব্দকৃত ফেনসিডিলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে র্যাব এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
রাজু আহমেদ
বেনাপোল,যশোর
০৪/০৪/২০২৪
Post a Comment