ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে মোটর সাইকেলে বাংলাদেশে আসলেন ২ স্পেনের নাগরিক
বেনাপোল প্রতিনিধিঃ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফ্লোরিডা ও ম্যাগনিফিসেন্ট, স্পেনের নাগরিকরা মোটরসাইকেলে করে বাংলাদেশে যাত্রা করেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ওই দুই স্প্যানিশ নাগরিক তাদের পাসপোর্ট নিয়ে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে যশোরের বেনাপোল বন্দরে পৌঁছান।
১৬ ফেব্রুয়ারি, ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাইকেলে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আসে।
অতীতে ভাষার জন্য শুধু বাঙালিরাই জাতির জীবন উৎসর্গ করেছে বলে জানা যায়। এই ঐতিহাসিক ঐতিহ্য এবং বাংলা ভাষার প্রাধান্যের কারণে বিশ্ব বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ বাদে বিশ্বের বিভিন্ন দেশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এই দিবসটি পালন করে। ভারত ছাড়াও প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে বিভিন্ন দেশের নাগরিক যারা বাংলা ভাষাকে ভালোবাসে এবং জনসাধারণের সংগঠনের সঙ্গে যুক্ত তারা কেউ বা সাইকেল বা মোটরসাইকেলে করে, কেউ পায়ে হেঁটে বাংলা ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।
রাজু আহমেদ
বেনাপোল,যশোর
Post a Comment