Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও জুয়ার আসর থেকে ৬ জন গ্রেফতার



বেনাপোল প্রতিনিধিঃ 
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় পৃথক তিনটি অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি এবং জুয়া খেলার আলামতসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ  
আটককৃত আসামী- যশোর কোতয়ালী থানাধীন চাচড়া গ্রামের মৃত বাদল খা’র ছেলে মোঃ মুনসুর আলী (৬৩), বেনাপেল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামের (বাগে জান্নাতের পাশে) মৃত রুপচান এর ছেলে মোঃ শাহজাহান (৪৫), পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের মোঃ মাহাবুর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান(৩২), ঝিকরগাছা থানাধীন রাজা ডুমুরিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে মোঃ আইয়ুব হোসেন(৪০), পোর্ট থানাধীন সাদীপুর (ঈদগাহর পিছনে) গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩০), শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামের কিয়ামুদ্দিন মোড়লের ছেলে মোঃ সাইদুল।
পুলিশ জানায়, বুধবার (১৩ ফেব্রুয়ারী)  বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ মুনসুর আলী, ৬০ পুরিয়া হেরোইন সহ শাহজাহান, জুয়া খেলার আলামত ক) নগদ ৮৮০/- (আটশত আশি) টাকা, খ) DON তাস-০২ (দুই) সেট,  গ) ০৫ (পাঁচ) প্যাকেট DERBY সিগারেট, ঘ) কালো রংয়ের পলিথিন সহ সাইদুর রহমান ও আইয়ুব হোসেন এছাড়াও এসসি-৯২৩/১৪  এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী দেলোয়ার হোসেন (৩০)ও এসসি-৮২৪/১৭ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সাইদুল সহ সর্বমোট ৬ জনকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

রাজু আহমেদ 
বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ