Header Ads

সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর -১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন



বেনাপোল প্রতিনিধিঃ
নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নিজের নির্বাচনি কার্যালয়ে এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আমার ৯ জন এজেন্টকে মারধর করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটার ও কর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ৫৫টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এর আগে, ১৯ ডিসেম্বর আমাকে মারধর করা হয়। এখন পর্যন্ত ১৫০ নেতাকর্মী আহত হয়েছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ভ্যান থেকে ভোটারদের নামিয়ে নিয়ে তারা বাড়ি ফিরিয়ে দিচ্ছে। ভোট খেলায় যারা উৎসবকে নষ্ট করে আজকে ভোটের মাঠে প্রান খুলে যাবে তা হতে দেওয়া হয়নি। আজ যে নির্বাচন হচ্ছে তা আমাদের জন্য লজ্জাসকর। এরা ভোট কেন্দ্রে আমার স্ত্রীকে ও আঘাত করেছে। জননেত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রতি সেক্টরে যে চক্র রয়েছে তাদের প্রতি আমার দয়া ছাড়া আর কিছুই করার নেই।  জাতির সন্মান ও মর্যদা যারা নষ্ট করে তারা দেশের জন্য মঙ্গল কিছু করতে পারে না। ‘প্রশাসন আমাকে কোনো ভাবেই সহযোগিতা করেনি। এখন যে পরস্থিতি তাতে যেকোনো মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।’

আশরাফুল আলম লিটন বলেন, ‘ওরা প্রমাণ করছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হয়তো ১০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে। যে কারণে এমন প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।’

জি এম আশরাফ 
বেনাপোল,যশোর 
০৭/০১/২০২৩

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.