Header Ads

বেনাপোলে র‌্যাবের অভিযানে ৭০০ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার ।

বেনাপোল প্রতিনিধিঃ   

যশোরের  বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামে র‌্যাবের অভিযানে  ৭০০ বোতল ফেন্সিডিল সহ ২ জন কে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।  

১৫ জানুয়ারি ২০২৪ ইং   বিকালে   দিকে  পুটখালি  গ্রামে অভিযান এ পরিচালনা করে র‌্যাব। 

আটককৃত আসামীরা হলো,  মোঃ নয়ন হোসেন (২৫), পিতা- মোঃ আঃ মালেক, মাতা- মোছাঃ শাহানারা খাতুন, গ্রাম- পুটখালী(উত্তর পাড়া), (ii) মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ হামিদা খাতুন, গ্রাম- পুটখালী (উত্তর পাড়া) উভয় থানা- বেনাপোল পোর্ট। 


র‍্যাবের  মেজর সাকিব হোসেন জানান,   বেনাপোল পোর্ট থানাধীন ০৫ নং পুটখালী ইউনিয়ন এর পুটখালী গ্রামের জনৈক আহসানুর রহমান এর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে ০৪ টি বস্তায় বিশেষ ভাবে রক্ষিত ৭০০ (সাতশত) বোতল ফেন্সিডিল  সহ দুই জন কে আটক করা হয় ও আসামীদের নিকট হতে প্রাপ্ত মাদক বিক্রয়ের নগদ ২৯,৫০০/- (উনত্রিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। 

উদ্ধার কৃত ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ নয়ন হোসেন (২৫) এর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে ০১ টি মামলা  এবং  গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ বিল্লাল হোসেন (২১) এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ টি মামলা চলমান রয়েছে।

রাজু আহমেদ 

বেনাপোল,যশোর 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.