আজ থেকে আবারো চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন।
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল এক্সপ্রেস ট্রেন আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে আবারও চালু হয়েছে ।দুপুর ১টার সময় বেনাপোল স্টেশন থেকে ১৪১জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি।
রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। ওই রাতে ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। তারপর থেকে বন্ধ ছিল।
যশোরের বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও আজ ট্রেনটি চালু করা হয়েছে বেনাপোল রেল স্টেশন থেকে। দুপুর পৌনে ১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। রাত ১১টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। পৌঁছাবে পরের দিন সকাল ৭টায়।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০জন।
রাজু আহমেদ
বেনাপোল,যশোর
Post a Comment