Hot Posts

10/recent/ticker-posts

যশোরে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন।

 


বেনাপোল প্রতিনিধি :

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় টহল শুরু করে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামীল জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যশোর জেলায় ৪৫০ বিজিবি সদস্য নিয়ে ১৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সকালে তারা জেলার আটটি উপজেলায় যান। দিনের বেলায়, তারা কেবল ক্যাম্প স্থাপন করেনি, টহলও শুরু করেছিল।
তিনি আরও বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা "ইন এইড টু সিভিল পাওয়ার" উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মোবাইল ও  স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
রাজু আহমেদ 
বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ