Header Ads

বেনাপোলে ১৯৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


শার্শা প্রতিনিধিঃ 

যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী এলাকা থেকে ১৯৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ​​একটি মোটর সাইকেলসহ জিয়াউর রহমান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে আমড়ালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানায় মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন ব্যক্তিকে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ​​একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটককৃত আসামী বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলির ছেলে জিয়াউর রহমান (জিয়া)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)  জানায়। আজ ১৮ ডিসেম্বর সকালে  দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, শার্শা থেকে বেনাপোলগামী একটি মোটরসাইকে লে মাদক বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) চেকপোস্টের সামনে টহল জোরদার করে। পরে সন্দেহ হলে এটি শার্শা থেকে বেনাপোলগামী মোটরসাইকেল, গাড়িটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তার পকেটে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট সুন্দরভাবে লুকানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশের নাগরিক বলে মাদক বিক্রির জন্য পরিবহন করে আসছিল বলে স্বীকার করেছে। 


আটক ইয়াবা ও আসামিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নাহিদ পারভেজ  

শার্শা,যশোর 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.