Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোলে ৩ দিনের ব্যবধানে আবারও ২১টি ককটেল উদ্ধার।



বেনাপোল প্রতিনিধিঃ 

বেনাপোলে  ৩ দিনের ব্যবধানে আবারও বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬।

 ২১ নভেম্বর  মঙ্গলবারে  পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল বোমাগুলো উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। 

 র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০১টি বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতো বলে জানান র‌্যাব। 

র‌্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো জব্দ তালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে। 

রাজু আহমেদ 

বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ