Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোল স্হল বন্দর দিয়ে ভারত থেকে এলো ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন ।




 বেনাপোল প্রতিনিধিঃ 

ভারত থেকে আমদানি করা ৫০ হাজার ২৮০ ব্যাগ স্যালাইন মঙ্গলবার (৩ অক্টোবর)  বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। এ পযন্ত ৬  চালানে ঢাকার জাস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এক লাখ ৭৩ হাজার ব্যাগ স্যালাইন আমদানি করলেন।

জানা গেছে, স্যালাইন রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের ক্রয় মুল্য পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা। এভাবে প্রথম চালানে পর্যায়ক্রমে ৭ লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হবে।

আমদানিকারকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বাংলাদেশে স্যালাইন সংকটের মুহূর্তে আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে। মানুষ কম মূল্যে এ স্যালাইন কিনতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ভারত থেকে আমদানি করা স্যালাইন বেনাপোল বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগিতা করছে স্হল বন্দর কর্তৃপক্ষ।


এর আগে ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলো।

রাজু আহমেদ 

বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ