Header Ads

বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেপ্তার



বেনাপোল প্রতিনিধিঃ 

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে নাশনকতা মামলায় জামায়াত-বিএনপির ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) ভোরে দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৩১ জনের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।

গ্রেপ্তারদের পরিবার জানায়, রোববার ভোরের দিকে কোনো কারণ ছাড়াই  নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, রোববার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রুখে দিতে বেনাপোলের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। বিএনপির হরতালকে কেন্দ্র করে কোনো রকম নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বিএনপি-জামায়াতে নেতাকর্মীরা গোপনে বৈঠক করছে -এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অনেক কৌশলে পালিয়ে গেলেও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দুপুরের দিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। 


জি এম আশরাফ 

বেনাপোল, যশোর 

২৯/১০/২০২৩ 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.