Hot Posts

10/recent/ticker-posts

মোরেলগঞ্জে মাদকাসক্তে জড়িয়ে পড়ছে উঠতি বয়সী যুবকরা





 বাগেরহাট প্রতিনিধিঃ 

মোরেলগঞ্জে দিন দিন মাদক আসক্তে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের যুবকরা। পৌর পার্ক,পানগুছি নদীর পাড় এবং সন্ধ্যার পরে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে ফেনসিডিল  , গাঁজাসহ নানা ধরনের মাদক বেচাকেনা ও সেবন চলছে প্রতিদিন। 

অনুসন্ধানে দেখা যায়, মাদক কারবারিদের কাছ থেকে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে এসব উঠতি বয়সী যুবকরা। রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য।মোরেলগঞ্জ পৌর পার্কের পেছনে পানগুছি নদীর পাড়,সানকিভাঙা খাদ্যগুদাম, নিকটস্থ বালুর মাঠ,উপজেলা হেডকোয়ার্টারের পার্শ¦বর্তী কয়েকটি পরিত্যক্ত ভবন মাদক সেবনের নিরাপদ স্থান হয়ে উঠেছে। এছাড়াও উপজেলার জিউধারা,বহরবুনিয়া,নিশানবাড়িয়া,খাওলিয়া,বলইবুনিয়ার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় মাঠেও এসব মাদক আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান,‘আমরা বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি,সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে মাদকের তথ্য আসলে আমরা অভিযান পরিচালনা করি।তবে মাদকের ভয়াবহতা সম্পর্কে অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ