বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচারের শিকার ২ বাংলাদেশি
বেনাপোল প্রতিনিধিঃ
ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের শিকার ২ বাংলাদেশী কে ২ বছর সাজাভোগ শেষে ট্রাভেল পারমিট এর মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশী নাগরিক ,ঢাকা গাজীপুরের বারিকের ছেলে বিপ্লব হোসেন (৩৪) ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, ভাল কাজের প্রলোভনে সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।২ বছর কারাভোগ শেষে দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান,ফেরত আসা বাংলাদেশীদের থানার কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জি এম আশরাফ
বেনাপোল,যশোর
২১/০৭/২০২৩
Post a Comment