Header Ads

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্কেলে ওজনের মাপকাঠিতে গড়মিল।

 

ছবি ঃ দৈনিক বার্তা জগৎ

বেনাপোল প্রতিনিধিঃ 

বেনাপোল, একটি প্রমুখ স্থলবন্দর যা বাংলাদেশের ভিতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যের মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। 

কিন্ত এই  স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্কেলে   ওজনের মাপকাঠিতে  গড়মিলের অভিযোগ উঠেছে। 

ওজন স্কেল  নীতিমালা বেনাপোল স্থলবন্দরে মন গড়া ভাবে কাজ   সম্পন্ন হচ্ছে  । এই পদক্ষেপ আমদানিকৃত পণ্যের ওজনের বিশ্বস্ত ও নিরাপদ পরিমাণ নিশ্চিত করার লক্ষ্য হলেও  হচ্ছে তার বিপরীত টা। 


এই ব্যাপারে বেনাপোল বন্দরের স্কেলে দায়িত্বরত মোঃ জাবেদ বিল্লাহ এর কাছে জানতে চাইলে প্রথমে  তিনি এই বিষয়ে মুখ খুলতে রাজি হন না। এক পর্যায়ে তাকে ওজন স্কেলের ব্যপারে  বলার জন্য অনুরোধ করলে তিনি   বলেন,  ঊর্ধ্বতন কর্মকর্তার  অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না, এই বিষয়ে কিছু জানতে হলে আপনারা  ঊর্ধ্বতন কর্মকর্তা ডি ডি মোঃ মনির স্যার এর  সাথে কথা বলেন।

তাৎক্ষণিক বন্দর কর্মকর্তা  ডি ডি মনির হোসেন এর সাথে এই নাম্বারে ( 017******89) যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলাতে কল টি তিনি কেটে দেন ।  এরপরে অনেকবার কল দিলেও তিনি আর রিসিভ করেন নি ।

জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.