Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোলে পৃথক ২ অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক



বেনাপোল প্রতিনিধিঃ 

 যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ২৭০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। 


আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানা উত্তর বারোপোতা গ্রামের তবিবুর রহমানের ছেলে আলাউদ্দিন (২৪) ও শার্শা থানার রাড়ীপুকুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে ইমদাদুল ইসলাম (৩৩) আহাম্মদ আলীর ছেলে শাহিন হোসেন (৩০) উভয় সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা।


রোববার  (১১ মে) বিকালে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামস্থ জনৈক আব্দুল্লাহ সর্দ্দার এর বসত বাড়ীর সামনে পাপড়াতলা হইতে উত্তর বারোপোতা গামী সলিং রাস্তার উপর হতে ৪০ বোতল ফেনসিডিলসহ একজন আটক করা হয়।



অপর দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজ সংলগ্ন জনৈক মিজানুর রহমান এর অর্ণব ট্রেডার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।


উদ্ধারকৃত আলামতের মূল্য, ২ লক্ষ  টাকা জানায় ডিবি। 

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শাথানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।

রাজু আহমেদ 
বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ