Hot Posts

10/recent/ticker-posts

যাত্রী হয়রানির উপর পোর্ট থানার সাড়াশি অভিযানে বেনাপোল চেকপোস্টে স্বস্তি ফিরে এসেছে



বেনাপোল প্রতিনিধিঃ 

ভারতগামী পাসপোর্ট যাত্রীদের প্রতারনার মাধ্যমে  টাকা হাতিয়ে নেওয়া এবং একাধিক ছিনতাইয়ের অভিযোগের

ভিত্তিতে চেকপোষ্ট এলাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশ এর অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের  সাড়াশি অভিযানের  মাধ্যেমে  বেনাপোল চেকপোষ্ট এলাকা  স্বস্তির নিঃশ্বাস  ফিরে পেয়েছে । এই অভিযানে কয়েকটি কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এবং পুলিশের অভিযান অব্যাহত থাকায় দালাল চক্ররা চেকপোষ্ট এলাকা থেকে পালিয়ে গেছে।

বেনাপোল ইমিগ্রেশন এর এস আই সাইফুল ইসলাম বলেন, আমি এখানে যোগদানের পর যাত্রীদের নিকট থেকে বহিরাগতদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি । আমরা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের টাকা ও উদ্ধার করেছি

তবে পরিবেশ এখন ভালো । আমাদের পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকায় প্রতারকরা চেকপোস্ট এলাকা থেকে  পালিয়েছে।

 বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, পাসপোর্ট যাত্রীদের হয়রানি করার অভিযোগে ইতিমধ্যে চেকপোষ্ট এলাকার কয়েকটি ঘর তালাবদ্ধ করা হয়েছে  এবং তাদের কে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে৷ আমি চাই সুশৃঙ্খল ভাবে যাতে যাত্রীরা ভারত গমন করতে পারে সেরকম সুন্দর পরিবেশ সৃষ্টি করতে । এছাড়া বেনাপোল ট্রেন ষ্টেশন ও

'লোকাল বাসস্ট্যান্ড এলাকায়ও পুলিশের টহল দল থাকছে। যাতে ওই সকল স্থান থেকে  কোন পাসপোর্ট যাত্রীকে কৌশলে

কোন দালাল বা প্রতারক নিয়ে যেতে না পারে৷ 


বেনাপোল পোর্ট থানার এমন অভিযানে এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা  পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া কে সাধুবাদ জানান।  

জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

১৬/০৫/২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ