Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোল চেকপোষ্ট থেকে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার সহ ৩ জন আটক







 বেনাপোল প্রতিনিধিঃ 

বেনাপোল চেকপোস্ট থেকে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বারসহ ৩ জনকে  আটক  করেছে বেনাপোল  কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর গোয়েন্দা সদস্যরা।

 ( সোমবার) সকাল ৮ টার দিকে ভারতগামী ৩ জন পাসপোর্ট যাত্রীকে  সন্দেহ জনক  জিজ্ঞাসাবাদে তারা রেক্টামে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করে। 

আসামী রা হলেন,গোপালগঞ্জ এর মুকসুদ পুর থানার  লোহাচুড়া গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দীন মোল্লা যার পাসপোর্ট নং( বি-০০৮৩৩৫৭২)    গ্রামের আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ যার পাসপোর্ট নং( ইবি-০০৭৪৭৭৮)  ও ফরিদপুরের   নগর কান্দা থানার বানেস্বরদি গ্রামের মোশারেফ মিয়ার ছেলে হাবিব মিয়া যার পাসপোর্ট নং( এ-০১৩২৫৮২১)।

তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে জানান।


বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর উপ পরিচালক মোঃ শায়েখ আরেফিন জাহেদী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল শুল্ক গুদামে জমা প্রদান করা হবে  এবং আটককৃত যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। 

 রাজু আহমেদ  

বেনাপোল,যশোর 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ