Header Ads

বেনাপোলে ফেনসিডিল ও ইয়াবা সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক






 বেনাপোল প্রতিনিধিঃ 

 যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৩৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। 

আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে  শাহাবুদ্দিন (৪০)। শার্শা থানার মহিষাডাঙ্গা বিত্তি আঁচড়া গ্রামের বাবু ইসলাম সরদারের ছেলে মজনু সরদার (৩৫) ও মৃত আতিয়ার রহমানের ছেলে মনিরুজ্জামান (৩৭) উভয়থানা শার্শা।

শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।



অপর দিকে শার্শা থানাধীন শার্শা সাকিনস্থ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে যশোর টু বেনাপোল গামী হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে রাস্তার উপর হতে ৭০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

উদ্ধারকৃত আলামতের মূল্য, ৩ লক্ষ ১৫ হাজার টাকা জানায় ডিবি। 

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শাথানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।

রাজু আহমেদ

বেনাপোল,যশোর 

১৭/০৫/২০২৩

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.