Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোলের বিভিন্ন এলাকায় ১ও২ টাকার কয়েন দিলে নিচ্ছেন না দোকানদার রা



বেনাপোল প্রতিনিধিঃ 

এক টাকার কয়েন বা খুচরা পয়সা নিয়ে নিদারুণ সব যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে।

বেনাপোলের বিভিন্ন এলাকার দোকানদাররা বলছেন এক টাকার কয়েন নাকি অচল হয়ে গেছে। অনেক দোকানদাররা তো কয়েন দেখলে অখুশি হয় তারপরেও একেবারে নিতে অস্বীকৃতি জানায় না, কিন্তু বেনাপোলের  বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা বাজারে এক টাকার কয়েন অচল বললেই চলে। তারা তো এক টাকার কয়েন নিচ্ছেই না। 

অনেক দোকানেই দেখা যাচ্ছে ১ টাকা মূল্যের ও ২ টাকা মূল্যের চকলেট রাখা হয়েছে শুধু মাত্র এক টাকা ও ২ টাকার  বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য।

অনেকেই ভাবে এটা তো সামান্য টাকা সেজন্য প্রতিবাদ না করেই নীরব থাকে। কিন্তু গরিব মেহনতী ও দিনমজুরের কাছে এটা একেবারে সামান্য নয়। তাদের কাছে এভাবে এক টাকা দুই টাকা করেই ১০০ টাকা হয়। 

কিন্তু কোন রকম সরকারি ঘোষণা ছাড়াই ব্যবসায়ী মহলের এক ও দুই টাকার কয়েন না নেওয়ার সিদ্ধান্ত মানুষের ভোগান্তি বহু গুণে বাড়িয়ে দিচ্ছে।

এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সাধারণ মানুষেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

রাজু আহমেদ

বেনাপোল, যশোর



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ