সারাদেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায়ও ২৬৪ টি গৃহহীন পরিবার পেল বসত ভিটা
বেনাপোলপ্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করায় সরকারের এসডিজি লক্ষ্য মাত্রার অংশ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের সাথে শার্শায়ও ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে শার্শা উপজেলায় মোট ২৬৪ টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।এ উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ঘর পাওয়া নানা পেশার গৃহহীন মানুষেরাও উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, মুজিববর্ষ উপলক্ষে শার্শা উপজেলায় এ পর্যন্ত ২১৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ স্বপ্নের ঘর পেয়েছে। ভূমিহীন ও গৃহহীন ৩০ টি পরিবারকে আজ হস্তান্তর করা হয়। এ ছাড়া বর্তমানে ৪৬ টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের জন্য ৪৬ টি ঘর নির্মানের কাজ দ্রæত এগিয়ে চলছে। যা আগামী জুনের মধ্যেই সম্পন্ন হবে। এরই মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শার্শাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।
জি এম আশরাফ
বেনাপোল,যশোর
২২/০৩/২০২৩
Post a Comment