Hot Posts

10/recent/ticker-posts

ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিলেন বিএসএফ



 বেনাপোল প্রতিনিধি

ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালের দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে পেট্রাপোল বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নেরপক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।

ভারতের বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আবু বকর এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পর বিএসএফ সদস্যরা নো-ম্যান্সল্যান্ডে এক  মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে। 

জি এম আশরাফ

বেনাপোল,যশোর 

২৬/০১/২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ