Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি ওজনের ১১২টি স্বর্নবারসহ আটক ২



বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম  ওজনের ১১২ পিচ স্বর্ণবারসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) রাত ১১  টার দিকে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত আসামীরা হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)। 

যশোর  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল সীমান্ত দিয়ে পিক-আপ ভ্যানে যোগে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে যশোর -বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্টে সন্দেহ ভাজন একটি পিক-আপ ভ্যানের গতিরোধ করা হয়। পরে  পিক-আপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। আটককৃত আসামীদে  বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 


জি এম আশরাফ 

বেনাপোল,যশোর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ