বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত সহ ১৩ আসামী আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোর বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি
পরোয়না ভুক্ত ১৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন জায়গা
থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন সাজাপ্রাপ্ত ও ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামী
রয়েছে।
গ্রেফতাকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন,বেনাপোলের নারানপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মঈন উদ্দিন সরদার, ভবারবেড় গ্রামের মধু শেখের স্ত্রী আনজু বেগম ও কাগজপুকুর গ্রামের মাজেদের মেয়ে নাহার বেগম, অপর দিকে ওযারেন্টভুক্ত আসামীরা হলেন, কামালের ছেলে মুকুল হোসেন, গাতিপাড়া গ্রামের কাজলের ছেলে কুদ্দুস, রাজাপুর গ্রামের রহিমের ছেলে আলামিন,বালুন্ডা গ্রামের হারুনের ছেলে রানা,রানানপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন, দুদে ফকিরের ছেলে শাহজাহান আলী, আবু তাহেরের ছেলে টুটুল শেখ,আব্দুল কাদেরের ছেলে আশিক রানা, শওকত আলীর ছেলে শফিকুল ইসলাম ও পুটখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহিন।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পালাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে
১৩ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জি এম আশরাফ
বেনাপোল,যশোর
Post a Comment