Hot Posts

10/recent/ticker-posts

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন দড়ি ফিতা দিয়ে ঘেরা



বেনাপোল  প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালে  সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারত গামী যাত্রীরা, এই বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত  করে থাকে। যাত্রীদের সেবার নামে এখানে ট্রলি ও হুইল চেয়ার দেওয়ার কথা থাকলেও যাত্রীরা তার থেকে বঞ্চিত। অন্যদিকে সেবার নামে যে টয়লেট গুলো দেওয়া হয়েছে সেখানে সাবান, টিস্যু দেওয়া হয় না। টয়লেট গুলো এখন ব্যবহারের অনুপযোগী অথচ এই বন্দর ভারত গামী যাত্রীদের নিকট  থেকে ৫০ টাকা করে টাকা  ট্যাক্স আদায় করলেও যাত্রীরা সকল সেবা থেকে হচ্ছে বঞ্চিত। অন্যদিকে সরকার ক্যান্সার, প্রতিবন্ধি,অন্ধ দের  ভ্রমন ট্যাক্স মাফ করলেও বন্দর কর্তৃপক্ষ  এদের কাছ থেকেও ট্যাক্স আদায় করছে। ভারত বাংলাদেশ যাতায়াতের যাত্রী আলমগীর হোসেন জানান, দেশের এই বন্দর দিয়ে যাতায়াতে আমাদের সাধারন যাত্রিদের  তেমন কোনো সুবিধা দেওয়া হয় না।যেমন, ভোর বেলা আসার পর হাজার হাজার যাত্রী এখানে একত্রিত হয়ে থাকে কিন্তু তাদের কোন বসার ব্যবস্থা নেই। অফিস খোলার আগ পর্যন্ত এখানে লাইন ধরে  খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে দাড়াতে হয়। খুলনার বাবুল হোসেন জানায়, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল আমাদের কোন কাজে লাগে না, অহেতুক আমরা এই বন্দ্অর দিয়ে যাওয়ার  সময় আমাদের ৫০ টাকা ট্যাক্স দিতে হয়। রোগী ও মালামাল নেওয়ার জন্যে কোন হুইল চেয়ার ও ট্রলির ব্যবস্থা নেই। বাবুল আরও বলেন, এটা একটা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল অথচ এখানে সাধারন যাত্রিদের যাতায়াতের জায়গা দড়ি ও ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে যা দেখতে অশোভোনীয়।

 
জি এম আশরাফ 

বেনাপোল, যশোর

২৫/১০/২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ