Header Ads

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হলেন যারা

 


জেলা পরিষদ নির্বাচনে ৬১ প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ( ১০ সেপ্টেম্বর ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এ সময় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মাহমুদ হাসানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যারা-

  1. রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় মোঃ আবু তোয়বুর রহমান, 
  2. ঠাকুরগাঁওয়ে মু সাদেক কুরাইশী,
  3.  দিনাজপুর আজিজুল ইমাম চৌধুরী,
  4.  নীলফামারীতে মোঃ মমতাজুল হক,
  5.  লালমনিরহাটে মোঃ মতিয়ার রহমান,
  6.  রংপুরে ইলিয়াস আহমেদ,
  7.  কুড়িগ্রামে মোঃ জাফর আলী,
  8.  গাইবান্ধায় মোঃ আবু বকর সিদ্দিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

  9. রাজশাহী বিভাগের জয়পুরহাটে খাজা সামছুল আলম,
  10.  বগুড়ায় মোঃ মকবুল হোসেন,
  11.  নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, 
  12. চাঁপাইনবাবগঞ্জে মোঃ রুহুল আমিন,
  13.  রাজশাহী জেলায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, 
  14. নাটোরে মোঃ সাজেদুর রহমান খাঁন,
  15.  সিরাজগঞ্জে মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, 
  16. পাবনায় আ স ম আব্দুর রহিম পাকন মনোনয়ন পেয়েছেন।
  17. খুলনা বিভাগের মেহেরপুরে আব্দুস সালাম,
  18.  কুষ্টিয়ায় মোঃ সদর উদ্দিন খান,
  19.  চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান ( মনজু ),
  20.  যশোরে সাইফুজ্জামান পিকুল,
  21.  মাগুরায় পংকজ কুমার কুন্ডু,
  22.  নড়াইলে সুবাস চন্দ্র বোস,
  23.  বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, 
  24. খুলনায় শেখ হারুনুর রশীদ, 
  25. ঝিনাইদহে কনক কান্তি দাস মনোনয়ন পেয়েছেন।
  26. বরিশাল বিভাগের বরগুনায় মোঃ জাহাঙ্গীর কবির,
  27.  পটুয়াখালীতে মোঃ খলিলুর রহমান,
  28.  ভোলায় আব্দুল মুমিন টুলু,
  29.  বরিশালে এ কে এম জাহাঙ্গীর,
  30.  ঝালকাঠীতে খান সাইফুল্লাহ পনির, 
  31. পিরোজপুরে সালমা রহমান মনোনয়ন পেয়েছেন।
  32. ঢাকা বিভাগের টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক
  33. , কিশোরগঞ্জে মোঃ জিল্লুর রহমান, 
  34. মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন,
  35.  মুন্সীগঞ্জে মোঃ মহিউদ্দিন, 
  36. ঢাকায় মোঃ মাহবুবুর রহমান,
  37.  গাজীপুরে মোঃ মোতাহার হোসেন,
  38.  নরসিংদীতে আবদুল মতিন ভুঞা
  39. নারায়ণগঞ্জে চন্দন শীল, 
  40. রাজবাড়ীতে এ কে এম, শফিকুল মোরশেদ,
  41.  ফরিদপুরে মোহাম্মদ ফারুক হোসেন,
  42.  গোপালগঞ্জে মুন্সী মোঃ আতিয়ার রহমান,
  43.  মাদারীপুরে মুনির চৌধুরী,
  44.  শরীয়তপুরে ছাবেদুর রহমান মনোনয়ন পেয়েছেন।
  45. ময়মনসিংহ বিভাগের জামালপুরে মোহাম্মদ বাকী বিল্লাহ্, 
  46. শেরপুরে চন্দন কুমার পাল,
  47. ময়মনসিংহে ইউসুফ খান পাঠান,
  48.  নেত্রকোনায় অ্যাডভোকেট অসিত কুমার সরকার মনোনয়ন পেয়েছেন।
  49. এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জে মোঃ খায়রুল কবির রুমেন
  50. , সিলেটে মোঃ নাসির উদ্দিন খান, 
  51. মৌলভীবাজারে মিছবাহুর রহমান,
  52.  হবিগঞ্জে ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
  53. চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার,
  54.  কুমিল্লায় মফিজুর রহমান বাবলু,
  55.  চাঁদপুরে মোঃ ইউসুফ গাজী, 
  56. ফেনীতে খায়রুল বশর মজুমদার, 
  57. নোয়াখালীতে আবদুল ওয়াদুদ পিন্টু,
  58.  লক্ষ্মীপুরে মোঃ শাহজাহান,
  59.  চট্টগ্রামে এ টি এম পেয়ারুল ইসলাম,
  60.  কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.