Hot Posts

10/recent/ticker-posts

বুর্জ খলিফায় ভেসে উঠলো রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি

 



আরব আমিরাতের দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা বুর্জ খলিফায় ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ভেসে উঠেছে। বিশ্বের সবচেয়ে উঁচু এ ভবনের দেয়ালে বিশেষ আলোতে রানির প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়।

বুর্জ খলিফা কর্তৃপক্ষ টুইটারে ঐ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, আকাশচুম্বী বুর্জ খলিফা ভবনে প্রথমে রানির প্রতিকৃতি ফুটে ওঠে। এরপরেই যুক্তরাজ্যের পতাকার ছবি ভেসে ওঠে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর খবর জানায় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এ রানি ৯৬ বছর বয়সে মারা যান। স্থানীয় সময় শনিবার বুর্জ খলিফায় রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগুনি আলো জ্বালিয়ে তার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়।

রানির মৃত্যুর ঘটনায় বিশ্বের অনেক দেশই নানাভাবে তাকে শ্রদ্ধা জানিয়েছে। শনিবার রানির প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউজে শনি ও রোববার বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

কয়েক মাস আগেই রানি এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা রানি।

মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস জনসম্মুখে আসা কমিয়ে দেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ