ঘোষনা বহির্ভুত পণ্য আমদানি করায় বেনাপোল কাস্টমস হাউস কর্তৃক সিএন্ডএফ এর একটি লাইসেন্স বাতিল
ঘোষনা বহির্ভুত পণ্য ব্যাকিং পাউডার এর পরিবর্তে সোডিয়াম সাইক্লোমেট আমদানি করায় বেনাপোল কাস্টমস হাউস কর্তৃক সিএন্ডএফ এর একটি লাইসেন্স বাতিল করেছে।
বেনাপোল কাস্টমস সুত্র জানায়, আমাদনি কারক মেসার্স মতিয়ার রহমান এন্ড সন্স যশোর কর্তৃক এলসি নং ০০০০০২২৬২২০১২২৬৮ তারিখ ২৫/০৮/২২ আমদানি করে ব্যাকিং পাউডর এর পরিবর্তে সোডিয়াম সাউক্লোমেট।
আমদানি নিতী ও আদেশ ২০২১-২০২৪ এ র পরিশিষ্ট -১ এর আমদানি নিশিদ্ধ পণ্যর তালিকা (খ) অংশের ক্রমিক নং ২০ অনুযায়ী আমদানি নিশিদ্ধ পণ্য । উক্ত পণ্যটি আমদানি নিশিদ্ধ এবং জনস্বার্থের জন্য ঝুকিপুর্ণ।
ওই পণ্যটি খালাসের দায়িত্ব দেয়া হয় বেনাপোল সিএন্ডএফ মেসার্স সানমুন এন্টারপ্রাইজ (বিডি) লিঃ। সিএন্ড এফ এজেন্ড কর্তৃক উদ্দেশ্য প্রনোদিত ভাবে সরকারী রাজস্ব ফঁকি দেওয়ার উদ্দেশ্য নিশিদ্ধ পণ্য আমদানি করায় লাইসেন্সটি সাময়িক ভাবে ১৪ সেপ্টেম্বর স্থগীত করে।
আমাদানিকার এর সাথে সিএন্ডএফ এজেন্ড যোগসাজস ঘটিয়ে নিশিদ্ধ পণ্য প্রতারনার আশ্রয় নিয়ে খালাশের সহযোগিতা করায় বেনাপোল কাস্টমস এজেন্ড ( লাইসেন্সিং) বিধিমালা ২০২০ এর বিধি ২৩ অনুযাায়ী অপরাধ সংঘটিত হওয়ায় লাইসেন্সটি সাময়িক স্থগিত ঘোষনা দেয়া হয়।
রাজু আহমেদ
বেনাপল, যশোর
Post a Comment