Hot Posts

10/recent/ticker-posts

বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে পাচার কালে একটি মোটরসাইকেল সহ স্বর্ণেরবার উদ্ধার আটক ২

 


বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোলের  পুটখালী সীমান্ত পথে ভারতে পাচার কালে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণেরবার ও একটি মোটরসাইকেলসহ হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫)  নামে দুই স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের স্বর্ণেরবার সহ আটক করে।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোটথানাধীন বালুন্ড গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও খলশী গ্রামের আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম(২৫)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান,তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে শরীর তল্লাশী করে জিন্স প্যান্টের  সামনে পকেট থেকে ১০ পিস স্বর্ণেরবার  পাওয়া যায়। যার বাজার মুল্য ৮৬ লাখ ২০.হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাজু আহমেদ 

বেনাপোল,যশোর 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ