Hot Posts

10/recent/ticker-posts

যশোরের শার্শায় এসএস'সি পরীক্ষার্থী ধর্ষণের শিকার- আটক ২



বেনাপোল প্রতিনিধি,

যশোরের শার্শায় এসএস'সি পরীক্ষার্থী   (১৮) এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায়  লম্পট হাসান ও মাসুদ'কে স্থানীয়রা ধরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মেয়ে ও লম্পট দু'জনকে থানা হেফাজতে নিয়ে যায়। 

আটককৃতরা হলো,  উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০), ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে মাসুদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরীর মা অসুস্থতার করণে হাসপাতালে ভর্তি থাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফাঁকা বাসায় একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির চিতকারে পাশের বাড়ির লোকজন এসে হাসান আলী ও মাসুদকে ধরে গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থল থেকে দু'জনকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, দু'জনকে আটক করে থানায় আনা হয়েছে, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে, ভিকটমের মেডিকেল টেস্টে ও জবানবন্দী গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জি এম আশরাফ

বেনাপোল, যশোর



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ